কুতুবদিয়ায় প্রন্তিক লবণ চাষী সমাবেশ অনুষ্ঠিত
উপজেলা পরিষদ মিলনায়তন, কুতুবদিয়ায় ১৩/১২/২০১৫ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব সালেহীন তানভীর হাজীর সভাপতিত্বে প্রান্তিক লবণ চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমদানী বিকল্প দানাদার সাদা লবণ উৎপাদনের উপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও কুতুবদিয়া জাতীয় চাহিদা পূরণের লক্ষে লবণ উৎপাদন আরো জোরদার করার জন্য চাষীদের প্রতি আহবান জানিয়ে বলেন, লবণের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ লবণ শিল্পের উন্নয়নের জন্য সবাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক কক্সবাজার মহোদয় অত্যন্ত আন্তরিক বলে তিনি জানান।
সমাবেশে জনাব নুরুচ্ছফা বি.কম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,কুতুবদিয়া, জানব আজমগীর মাতবর ,চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ কৈয়ারবিল, বিসিকের সমন্বয় কর্মকর্তা জনাব রিদুয়ানুর রশিদ , স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ, বিসিকের প্রশিক্ষণার্থী লবণ চাষী ও লবণ ব্যবসায়ীগণ সহ কুতুবদিয়ার প্রান্তিক লবণ চাষীগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS