গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা ভূমি আফিস
কুতুবদিয়া,কক্সবাজার।
স্মারক নং- উভূঅ/কুতুব/২০১৫-৩৮১ তারিখ:-০৭/১২/২০১৫খ্রিঃ
বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধরণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা প্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসারি শ্রাবনের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতিবৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর, ২০১৫ খ্রিঃ রোজ-সোমবার, সকাল ১১.০০ ঘটিকার সময় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে।
উক্ত গণশুনানিতে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল।
( সালেহীন তানভীর হাজী )
সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ)
কুতুবদিয়া,কক্সবাজার।
স্মারক নং-উভুঅ/কুতুব/২০১৫-৩৮১ তারিখঃ-০৭/১২/২০১৫খ্রিঃ
অনুলিপিঃ সদর অবগতির জন্যঃ-
১/ জেলা,প্রশাশক,কক্সবাজার।
২/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কক্সবাজার।
৩/ উপজেলা নিবার্হী অফিসার, কুতুবদিয়া, কক্সবাজার।
৪/ রেভিনিড ডেপুটি কালেক্টর কক্সবাজার।
৫/ সহকারী কমিশনার (ভূমি),কুতুবদিয়া, কক্সবাজার।
৬/ ইউনিয়ন ভূমি অফিস, বড়ঘোপ/উত্তর ধুরুং,কুতুবদিয়া।
৭/ অফিস কপি।
স্বাক্ষরিত/০৭-১২-২০১৫ খ্রি:
( সালেহীন তানভীর হাজী )
সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ)
কুতুবদিয়া,কক্সবাজার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS