Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা নির্বাহী অফিসারের কার্যাবলী
বিস্তারিত

০১.কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার যে সব দায়িত্ব পালন করবেনঃ

        *       কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসারগণ সরকারের নিকট সংরক্ষিত কিছু কার্যাবলী ( Retained Functions) এবং কিছু নিয়ামক কার্যাবলী (Regulatory Functions) সম্পাদন করিবেন যেইগুলি উপজেলা পরিষদের আওতাভুক্ত হইবে না। উক্ত কার্যাবলী তিনি প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সম্পন্ন করিবেন এবং এতদ্সংক্রান্ত রিপোর্ট/রিটার্ন সরাসরি জেলা প্রশাসক ও অন্যান্য উর্দ্ধতন দপ্তরে প্রেরণ করিবেন।  উপজেলা নির্বাহী অফিসারদের এইরুপ সংরক্ষিত ও নিয়ামক কার্যাবলীর মধ্যে রহিয়াছেঃ

          ১)      নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্ব।

          ২)      ভূমি ব্যবস্থাপনা ও ভূমি রাজস্ব প্রশাসন সংক্রান্ত কার্যাবলী।

          ৩)      সরকারি পাওনা আদায় আইন,১৯১৩-এর অধীনে সার্টিফিকেট অফিসারের দায়িত্ব।

          ৪)      আইন-শৃংখলা বিষয়ক কার্যাবলী।

          ৫)      প্রটোকল দায়িত্ব।

          ৬)      পাবলিক পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী।

          ৭)      নির্বাচন সংক্রান্ত কার্যাবলী

          ৮)      জাতীয় পরিসংখ্যান সংক্রান্ত কার্যাবলী

          ৯)      আবশ্যিকভাবে কর্তব্য হিসাবে উপজেলাধীন সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন।

          ১০)    যে কোন আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ।

          ১১)    উপজেলায় তাঁহার বিভাগের সর্বপ্রকারের প্রশিক্ষণের এবং উপজেলার অন্যান্য অফিসসমূহের  প্রশিক্ষণের সমন্বয় সাধন।

          ১২)    তাঁহার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের অভ্যন্তরীন প্রশাসন,জনবল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ,নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহন নিশ্চিরতকরণ,দাপ্তরিক কর্মবন্টন এবং বার্ষিক গোপনীয় অনুবেদন প্রদানকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন।

১৩)   উপজেলা পরিষদে ফিন্যান্স অফিসের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তাঁহার নিজের এবং তাঁহার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন।

১৪)    সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য কার্যাবলী ইত্যাদি।


০২. উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যে সব দায়িত্ব পালন করবেনঃ

 ১)      উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে তাঁহার নির্বাহী ক্ষমতা প্রয়োগে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবেন। তিনি পরিষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইলে পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করিবেন।

 ২)      তিনি উপজেলা পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। তিনি দাপ্তরিক দায়িত্ব হিসাবে পরিষদের সভায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে স্থায়ী কমিটির সভায় উপস্থিত থাকিয়া আলোচনায় অংশগ্রহন করিবেন,তবে ভোটারাধিকার প্রয়োগ করিতে পারিবেন না।

 ৩)      তিনি বিধি অনুযায়ী নির্বাচিত পরিষদের প্রথম সভা আহবান করিবেন। তাহা ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পরামর্শে তিনি পরিষদের মাসিক সাধারণ সভা এবং জরুরী প্রয়োজনে পরিষদে অন্যুন এক তৃতীয়াংশ সদস্যের তলবী নোটিশে বিশেষ সভা আহবান করিতে পারিবেন।

 ৪)      তিনি পরিষদের আলোচ্যসূচিভুক্ত যে কোন বিষয়ে তাঁহার মতামত দিবেন এবং উক্তরুপ সুনির্দিষ্ট মতামতসহ প্রত্যেকটি আলোচ্যসূচি পরিষদের সভায় উপস্থাপন করিবেন।

 ৫)      উপজেলা পরিষদের সভায় গৃহীত কোন সিদ্ধান্ত সরকারের নিকট প্রেরণের প্রয়োজনীয়তা অনুভূত হইলে তিনি তাহা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করিবেন।

 ৬)       উপজেলা পরিষদের কোন অস্বাভাবিক বিষয়/পরিস্থিতি গোচরীভূত হইলে তিনি তাহা স্থানীয় সরকার  বিভাগকে অবহিত করিবেন।

 ৭)      তিনি পরিষদের সকল কার্যাবলী সম্পাদনে এবং পরিষদের নীতিসমূহ বাসতবায়নে পরিষদকে সহায়তা করিবেন।

 

          তিনি পরিষদের সভার সিদ্ধান্ত কার্যকর করিবার পদক্ষেপ নিবেন। তবে, তিনি যদি মনে করেন যে, সভার সিদ্ধান্ত আইনসংগতভাবে গৃহীত হয়নি এবং উক্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্তসমূহ বাসতবায়িত হইলে মানুষের জীবন ও স্বাস্থ্য এবং জননিরাপত্তা বিঘ্নিত হইবে, তাহা হইলে তিনি পরিষদকে উহা পুনর্বিবেচনার জন্য লিখিত অনুরোধ করিবেন। পরিষদ উহার সিদ্ধান্ত বহাল রাখিলে তিনি বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করিয়া সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষকে অবহিত করিবেন এবং পনের কার্য দিবসের মধ্যে সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত না পাওয়া গেলে সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষকে অবহিত রাখিয়া সিদ্ধান্তটি বা সিদ্ধান্তসমূহ বাসতবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।

 

৮)      তিনি উপজেলা পরিষদে ন্যসতকৃত কর্মকর্তাদের কার্যাদি সম্পাদনে সমন্বযয়কের ভূমিকা পালন করিবেন।

৯)      উপজেলা পর্যায়ের সকল উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যাবলী তদারকিতে তিনি চেয়ারম্যানকে সহায়তা করিবেন। তিনি নিজেও উন্নয়নমূলক  ও প্রশাসনিক কার্যাবলী তদারকি করিতে পারিবেন।

১০)    উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাসতবায়নে তিনি পরিষদকে সহায়তা করিবেন।

১১)    তিনি পরিষদের তহবিল পরিচালনায় আর্থিক বিধিবিধানের আলোকে ব্যয়ের যথার্থতা যাচাই করিবেন এবং ব্যয় নির্বাহের ক্ষেত্রে পরিষদকে পরামর্শ প্রদান করিবেন। তিনি পরিষদ কর্তৃক নিরুপিত ব্যয় নির্বাহ করিবেন এবং পরিষদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করিবেন।

১২)    তিনি উপজেলা পরিষদের বার্ষিক বাজেট প্রণয়ন ও অনুমোদনে পরিষদকে সহায়তা করিবেন। বাজেট অনুমোদনের পর তিনি স্থানীয় উন্নয়নমূলক ও প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য অর্থ ছাড়ের ব্যবস্থা নিবেন এবং তিনি

ক)     পরিষদকে উন্নয়নমূলক ও অনুন্নয়নমূলক ব্যয় অনুমোদনে পরামর্শ প্রদান করিবেন।

খ)      উপজেলায় সরকার কর্তৃক প্রত্যক্ষভাবে গৃহিত উন্নয়ন প্রকল্পের অর্থ সরকারের উন্নয়ন তহবিল হইতে ছাড় করিবার ব্যাপারে পরিষদকে সহায়তা করিবেন।

 

১৩)   তিনি উপজেলার অন্তর্গত উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করিবেন।

১৪)    তিনি চেয়ারম্যানের তদারকি ও নিয়ন্ত্রণে পরিষদের নিজস্ব কর্মকর্তা/কর্মচারীদের নিয়ন্ত্রণ করিবেন এবং তাহাদের বিরুদ্ধে শৃংখলামৃলক ব্যবস্থা গ্রহণ করিবেন। তিনি চেয়ারম্যানের সাথে যৌথভাবে পরিষদের নিজস্ব কর্মকর্তা/কর্মচারীদের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করিবেন।

১৫)    তিনি পরিষদের নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগকালে খাদ্যসহ ত্রান সামগ্রী গ্রহণ ও বিতরণের দায়িত্ব পালন করিবেন।

১৬)    তিনি পরিষদ কর্তৃক আইনবলে প্রদত্ত কার্যাবলী নিস্পন্ন করিবেন।

১৭)    তিনি সরকার কর্তৃক নির্দেশিত বিভিন্ন প্রতিবেদন সরকারের নিকট বা নির্দেশিত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন।

১৮)   তিনি সরকারি নির্দেশনার প্রয়োগ নিশ্চিত করিবেন এবং কোনরুপ ব্যত্যয়ের ক্ষেত্রে তাহা সরকারের গোচরে আনিবেন।

 

০৩.   উপজেলা ম্যাজিস্ট্রেসী ও নির্বাহী ম্যাজিস্ট্রেসী:

1)                  ১৮৬০ সালের দন্ডবিধি ও ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুযায়ী উপজেলা  ম্যাজিস্ট্রেসি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন। ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস্ অনুযায়ী উপজেলা ম্যাজিস্ট্রেসী ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন (আইন সংশোধন সাপেক্ষে)।

2)                  নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

3)                  মোবাইল কোর্ট আইন,২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা।

4)                  সকল মাইনর এ্যাক্ট অনুযায়ী ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

5)                  নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ।

6)                  থানা পরিদর্শন/ দর্শন।

7)                  জিপি,স্পেশাল জিপি,ভিপি-জিপি,এজিপি,পিপি,স্পেশাল পিপি,এপিপি নিয়োগের জন্য সুপারিশ প্রেরণ এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রতিবেদন প্রেরণ।

  

 

০৪.    জনশৃংখলা ও জননিরাপত্তা:

1)        দাঙ্গা,হরতাল,রাজনৈতিক উত্তেজনা,শ্রমিক অসন্তোষ ইত্যাদি জরুরী পরিস্থিতির সময় জনশৃংখলা বিধান। 

2)         বিবাদমান পক্ষের মধ্যে শান্তি শৃংখলা রক্ষার জন্য ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মতে ব্যবস্থা গ্রহণ। 

3)        গুন্ডা,টাউট,সন্ত্রাস দমন এবং চোরাকারবার,মাদকব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণ।

4)         ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আটকাদেশ প্রদানের সুপারিশ প্রেরণ।

5)        সরকারি সম্পত্তির (জমাজমি, দালান কোঠা ইত্যাদি) দখল পুনরুদ্ধার সংক্রান্ত কার্যক্রম।

6)         এসিডের অপব্যবহার প্রতিরোধ ।

7)         মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন। 

8)         নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ  কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

9)        ব্যল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

10)      যৌতুক নিরোধ ।

11)      জঙ্গীবাদ দমন ।

12)     নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

13)      চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

14)      হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ ।

15)      জালনোট প্রচলন রোধ

16)      যৌন হয়রানী(ঈভ-টিজিং) প্রতিরোধ ।

 

০৫.   আইন-শৃংখলা:

1)                  ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস অনুযায়ী অপরাধ দমন কার্যক্রমে পুলিশ বিভাগের উপর সাধারণ নিয়ন্ত্রণ।আইন সংশোধন সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেটের ন্যয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর সাধারণ নিয়ন্ত্রণ।

 2)                  উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতির দায়িত্ব পালন ।

3)                  অপরাধ প্রবণতা হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ।

4)                  গুরুতর অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

5)                  উপজেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষাপূর্বক জনজীবনে স্বসিত আনয়ন।

6)                  বিশেষ আইন-শৃংখলা পরিস্থিতির উদ্ভবের ক্ষেত্রে সংশিনষ্ট কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্প্রসারিত আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।

7)                  আইন-শৃংখলা রক্ষার্থে নতুন থানা,তদন্ত কেন্দ্র,পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রসতাব প্রেরণ এবং

8)                  আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি,প্রাণহানি,দুর্ঘটনা,দূর্যোগ ইত্যাদি বিষয়ে জেলা প্রশাসকের মাধামে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক প্রতিবেদন প্রেরণ।

 

০৬.   উপজেলা প্রশাসনের সংস্থাপন  :

            (০১)    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং অধীনস্ত অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারিদের   সংস্থাপন ও আর্থিক বিষয়াদি প্রক্রিয়াকরণ, নিষ্পত্তি ও প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ন;

            (০২)    ফ্রন্ট ডেস্ক স্থাপন;

            (০৩)    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং অধীনস্ত অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারিদের  বিরুদ্ধে প্রয়োজনে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ;

            (০৪)    কর্মকর্তা/কর্মচারিদের গোপনীয় অনুবেদন লিখন;

            (০৫)    কর্মকর্তা/কর্মচারিদের মধ্যে কর্মবন্টন;

            (০৬)    রেস্ট হাউজ প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন;

            (০৭)    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং অধীনস্ত অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারিদের  কল্যাণে পদক্ষেপ গ্রহণ;

            (০৮)    অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি; এবং

            (০৯)    অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/সাংবিধানিক কর্তৃপক্ষ প্রদত্ত বিভিন্ন কর্মকান্ড যেমন- প্রবাসী  কল্যাণ, নির্বাচন, বিসিএস পরীক্ষা ইত্যাদি সম্পর্কিত কর্যাদি সম্পাদনে জেলা প্রশাসক‘কে সহায়তা প্রদান।

 

০৭.   সমন্বয় ও প্রশিক্ষণ  :

 উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয় সাধন করবেন। তিনি তাঁর বিভাগের সর্বপ্রকার প্রশিক্ষণের এবং উপজেলার অন্যান্য অফিসসমূহের প্রশিক্ষণের সমন্বয় সাধন করবেন।

 

০৮.   জাতীয় এবং আন্তর্জাতিক দিবস  :

 1)                  বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং সপ্তাহসমূহ উদ্যাপন; এবং উদ্যাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

2)                  বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস ও সপ্তাহসমূহের কর্মসূচী গ্রহণে সহযোগিতা প্রদান।


০৯.   সিটিজেন চার্টার  :

1)                  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সিটিজেন চার্টার প্রণয়ন,প্রদর্শন,হালনাগাকরণ এবং ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিতকরণ;

 2)                  অধীনস্থ অফিসসমূহের সিটিজেন চার্টার প্রণয়ন/সংশোধন,প্রদর্শন এবং ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিতকরণ এবং

 3)                  ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী উপজেলার অন্যান্য অফিসসমূহের সেবা প্রদান কার্যক্রম পরিবীক্ষণ।

 

১০.   উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন :

1)                  সরকারের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

2)                  জাতীয় দারিদ্র্য নিরসন কৌশল পত্রের লক্ষ্য অর্জনে পদক্ষেপ গ্রহণ এবং সংশিনষ্টদের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান;

3)                  পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জনে পদক্ষেপ গ্রহণ এবং সংশিনষ্টদের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান।

4)                  উপজেলায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনার আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ বাসতবায়নে সংশ্নিষ্টদের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান।

5)                  সরকারের উন্নয়ন পরিকল্পনায় গৃহীত কর্মসৃচী বাসতবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ,তদারকি ও সমন্বয় সাধনসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

6)                  অধীনস্থ অফিসসমুহের সিটিজেন চার্টার প্রণয়ন/সংশোধন,প্রদর্শন এবং ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান নিশ্চিতকরণ; এবং

7)                  ঘোষিত সিটিজেন চার্টার অনুযায়ী উপজেলার অন্যান্য অফিসসমূহের সেবা প্রদান কার্যক্রম পরিবীক্ষণ।

 

১১.    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :

 1)                  অফিসের কর্মকান্ডে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি(আইসিটি) ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) এর সর্বোত্তম ব্যবহার।

 2)                  সকল কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটার দক্ষতা নিশ্চিতকরণ।

3)                  ভিডিও কনফারেন্সের আয়োজন।

4)                  উপজেলা তথ্য বাতায়ন সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদকরণ।

5)                  ই-গভর্নেন্স এবং ই-রিপোর্টিং বাসতবায়ন।

6)                  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ।

7)                  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত/স্থাপিতব্য ই-সেবা কেন্দ্রসমুহের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিতকরণ;

8)                  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার কার্যক্রম সমন্বয়,তদারকি ও পরিবীক্ষণ; এবং

9)                উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন।

 

১২.    রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা  :

1)                  উপজেলার রাজস্ব অফিসসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ ।

2)                  ভূমি উন্নয়ন কর নির্ধারণ, আদায়/মওকুফ ও পুনঃনির্ধারণ।

3)                  কৃষি ও অকৃষি খাস জমি এবং অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবসত প্রদান।

4)                  অধিগ্রহণকৃত কিন্ত অব্যবহ্নত জমি পুনর্খাসকরণ ।

5)                  সরকারি কর বহির্ভূত রাজস্ব আদায় এবং এ সংক্রান্ত হিসাব বিবরণী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রেরণ।

6)                  হাটবাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন। উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

7)                  হাটবাজারের খাস আদায় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

8)                  হাটবাজার ইজারা সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন।

9)                  হাটবাজারের পেরিফেরি নির্ধারণে সহায়তা প্রদান।

10)              নতুন হাট বাজার স্থাপন প্রতিক্রয়াকরণে সহায়তা প্রদান।

11)              সায়রাত মহালসহ সরকারের অন্যান্য মহাল ব্যবস্থাপনা।

12)              চা বাগানের জমি ব্যবস্থাপনা ও তদারকি।

13)              অর্পিত,খাস,পরিত্যক্ত সম্পত্তি এবং বিনিময় সম্পত্তি ব্যবস্থাপনা।

14)              সরকারি স্বার্থ সংশ্নিষ্ট দেওয়ানি মামলা পরিচালনা তত্ত্বাবধান।

15)              আন্তঃউপজেলা ও আন্তঃ ইউনিয়ন সীমান্ত বিরোধ মীমাংসা।

16)              সিকসিত জমির ক্ষেত্রে এডি লাইন হালনাগাদকরণ এবং পয়ন্তি ভূমির ক্ষেত্রে চর্চা ম্যাপ প্রসতুতে সহায়তা প্রদান।

17)              ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাধারণ ভূমি জরিপ কর্মসূচীকে সহায়তা প্রদান।

18)              ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচীকে সহায়তা প্রদান।

19)              ইউনিয়ন ভূমি অফিস সৃজনে সহায়তা প্রদান।

20)               উপজেলায় ভূমি অফিসসমূহের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার।

21)              রাজস্ব বিষয়ক রিপোর্ট ও রিটার্ন জেলা প্রশাসক বরাবর প্রেরণ।

22)              সরকারি স্বার্থ সংশ্নিষ্ট ভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও খাসজমি পুনরুদ্ধার।

23)              বন আইন অনুযায়ী বনভূমি ব্যবস্থাপনা।

24)              উপজেলায় রাজস্ব সম্মেলন আয়োজন।

25)              কৃষি ও অকৃষি খাসজমি ব্যবস্থাপনা নীতিমালা বাসতবায়ন। উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবসত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

26)              দরিদ্র এবং ভূমিহীনদের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচী যেমন আশ্রয়ণ,আবাসন, আদর্শ গ্রাম,গুচ্ছগ্রাম এবং জলবায়ু দুর্গত মানুষের পুনর্বাসন প্রকল্পের বাসতবায়ন ও তদারকি এবং উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

27)              সরকারের ভূমি সংস্কার নীতিমালা বাসতবায়ন।

28)              বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক প্রসেস জারী।

29)              বিজ্ঞ আদালতের রায়/ডিক্রী/আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ।

30)              অকৃষি কার্যক্রমের সম্প্রসারণ থেকে মুল্যবান কৃষি জমি রক্ষায় বৈশিষ্ট্যভিত্তিক ভূমি বিভক্তি পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ।

31)              ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তির বিক্রি/হসতান্তরের ক্ষেত্রে অনাপত্তি সনদ প্রদান।

32)              উপজেলার রাজস্ব আদালত ও অফিস পরিদর্শন।

33)              সার্টিফিকেট অফিসারের কোর্ট পরিদর্শন।

34)              পৌরসভা এলাকার বাইরে সায়রাত মহাল/হাটবাজারের টোল নির্ধারণে সহায়তা।

35)              পার্বত্য জেলাত্রয়ের ভূমি নিবন্ধনে সহায়তা।

36)              ল্যান্ড ইউজ পনান প্রণয়ন ও বাসতবায়নে সহযোগিতা প্রদান।

37)              প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা।

38)              কোর্ট অব ওয়ার্ডস সম্পর্কিত কার্যাবলী এবং

39)              রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সংস্থাপন বিষয়াদি।

40)              উপজেলা জলমহাল ব্যবস্থাপনা ও বন্দোবসত কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন।

 

১৩.   পরিসংখ্যান :

             (০১)    আদম শুমারী সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান; এবং

             (০২)    বিশেষশুমারী যেমন-কৃষিশুমারী, স্বাস্থ্যশুমারী, শিক্ষাশুমারী, সামাজিক নিরাপত্তা বেস্টনীশুমারী  ইত্যাদি সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।

 

১৪.    দুর্যোগ ব্যবস্থাপনা :

 

            (০১)    দুর্ভিক্ষ কোড, দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলি (Standing Orders on Disaster) ও  নীতিমালা এবং বিভিন্ন সময়ে জারিকৃত প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক ইত্যাদিও মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ব, দূর্যোগকালীন ও দুর্যোগোত্তর সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং                              ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ;

             (০২)    ত্রাণ ও পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা কমিটিগুলোতে সভাপতির দায়িত্ব পালন;

            (০৩)    দুর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকা দুর্যোগোত্তর তাৎক্ষণিক দর্শণ/পরিদর্শণ;

            (০৪)    সাধারণ (খাদ্য ও নগদ) ত্রাণ পরিচালনা ও টেস্ট রিলিফ প্রদান;

            (০৫)    কাবিখা/কাবিটা/গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন;

            (০৬)    ভিজিএফ/ভিজিডি কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন। উপজেলা ভিজিএফ এবং ভিজিডি কমিটির সভাপতি হিসেবে  দায়িত্ব পালন।

            (০৭)    অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির বাস্তবায়ন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ; এবং প্রকল্পের সভাপতি  হিসেবে দায়িত্ব পালন।

            (০৮)    সময় সময় সরকার কর্তৃক গৃহীত অন্য যে কোন ত্রাণ ও পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা  সম্পর্কিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ।

 

১৫.    রাষ্ট্রাচার(প্রটোকল) :

            (০১)    ভিভিআইপি ও ভিআইপিগণের সফর সমন্বয়;

            (০২)    ভিভিআইপি ও ভিআইপিগণের উপজেলা সফরের সময় অভ্যর্থনা ও আবাসনের ব্যবস্থাকরণ;

            (০৩)    ভিভিআইপি ও ভিআইপিগণের উপজেলা সফরের সময়ে নিরাপত্তা, হাউজ গার্ড ও পুলিশ এস্কর্ট ব্যবস্থার সমন্বয;

            (০৪)    ভিভিআইপি ও ভিআইপিগণের সভার আয়োজন করা; এবং

(০৫)   ভিভিআইপি ও ভিআইপিগণের রাত্রিকালীন অবস্থানের জন্য ডাকবাংলা, রেস্ট হাউজ ইত্যাদি সংরক্ষণ।

(০৬)  উপজেলা পর্যায়ে চিফ প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন।

 

 

১৬.   পর্যটন:

1)                  বিদ্যমান পর্যটন স্পটগুলোর আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

2)                  বিদ্যমান পর্যটন স্পটগুলোর নান্দনিক সৌন্দর্য বজায় রাখাসহ পরিবেশ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ।

3)                  বিদ্যমান পর্যটন স্পটগুলোতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধানে উদ্যোগ গ্রহণ।

4)                  প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে জেলায় স্থানীয়ভাবে পর্যটনের সুযোগ সুবিধা সৃষ্টি।

5)                  পর্যটন খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উদুদ্ধকরণ এবং

৬)        পর্যটন সুবিধা সৃষ্টির জন্য সরকারের নিকট প্রসতাব প্রেরণ।


১৭.   আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ:           

1)                  সকল ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান,নবায়ন,বাতিল ও পুনর্বহালে জেলা প্রশাসককে সহায়তা প্রদান।

2)                  বৈধ আগ্নেয়াস্ত্র ডিলার এবং দোকান মালিকদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রসতত ও হালনাগাদকরণ এবং

3)                  সকল ধরণের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরে/স্বত্বাধিকারীদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রসতত ও নিয়মিত হালনাগাদকরণ।

 

১৮.   রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি: 

1)                  মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি;

2)                  ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেক্টস এ্যাক্ট অনুযায়ী অতীব গোপনীয় বিষয়াদি প্রক্রিয়াকরণ; এবং

3)                KPIসমূহের নিরাপত্তা তদারকি।

 

১৯.    গোপনীয় প্রতিবেদন:

1)                  উপজেলার সার্বিক অবস্থার উপর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রেরণ।

2)                  বিশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাজে প্রেরণ।

3)                  বিশেষ গুরুত্বপূৃর্ণ ঘটনার গোপনীয় প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে সরকারে কাছে প্রেরণ এবং

4)                  বিশেষ আইন-শৃংখলা পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন জেলা প্রশাসকের মাধামে সরকারের নিকট প্রেরণ।

 

২০.   ট্রেজারি ও স্ট্যাম্প:

 (০১)    পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র, গোপনীয় কাগজপত্র, অতি মূল্যবান ও স্পর্শকাতর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি সামগ্রির সাময়িক হেফাজত;

 (০২)    স্ট্যাম্প, ভেন্ডার লাইসেন্স মঞ্জুর, নবায়ন ও বাতিল সম্পর্কিত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে প্রেরণ।

           

২১.     দুর্নীতি দমন :

(০১)    দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদান;

(০২)    জনগণ কর্তৃক দুর্নীতির বিষয়ে দাখিলকৃত অভিযোগের প্রক্রিয়াকরণ; এবং

(০৩)    দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ।

 

২২.   জন উদ্বুদ্ধকরণ  :

            (০১)    বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- যৌন হয়রানী, নারী নির্যাতন, মাদক সেবন, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি  নিরসনে সামাজিক সচেতনতা বৃদ্ধিও লক্ষ্রে জনসাধারণের সাথে মত বিনিময় এবং সামাজিক প্রতিরোধ গড়ে  তুলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ;

            (০২)    জনগণকে সম্পৃক্ত করে স্থানীয়ভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন; এবং

            (০৩)    সরকারি নতুন কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণকে  উদ্বুদ্ধকরণ।

 

২৩.   লাইসেন্স :

            (০১)    ভোগ্যপণ্য এবং সিআই শীট, সিমেন্ট, সিগারেট, স্বর্ণ, আয়রণ, স্টীল ইত্যাদিও ডিলিং লাইসেন্স  প্রদান, নবায়ন ও বাতিলকরণের প্রতিবেদন/সুপারিশ জেলা প্রশাসক বরাবর প্রেরণ।

            (০২)    বিষাক্ত দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য এবং মদ, মানি লন্ডারিং, ইটভাটা, মোটর ড্রাইভিং,  সিনেমা হল, হোটেল এবং রেস্টুরেন্ট ইত্যাদিও লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিল করণের  প্রতিবেদন/সুপারিশ জেলা প্রশাসক বরাবর প্রেরণ।

            (০৩)    বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় ‘অনাপত্তি সনদ’ প্রদানে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন/সুপারিশ প্রেরণ।

            (০৪)    সরাই এ্যাক্ট, এসিড (স্থানান্তর, সংরক্ষণ এবং বিপণন) এ্যাক্টের আওতায় লাইসেন্স প্রদান, নবায়ন  ও বাতিলকরণে প্রতিবেদন/সুপারিশ জেলা প্রশাসক বরাবর প্রেরণ।

            (০৫)    নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী যেমন-চিনি, লবণ ইত্যাদির লাইসেন্স প্রদান, নবায়ন এবং বাতিলকরণে প্রতিবেদন/সুপারিশ জেলা প্রশাসক বরাবর প্রেরণ।

 

২৪.   মুক্তিযুদ্ধ বিষয়ক :

            (০১)    মুক্তিযোদ্ধাদেও তালিকাভুক্তিকরনে সহযোগিতা প্রদান;

            (০২)    শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণ;

            (০৩)    যুদ্ধাহত মুক্তিযোদ্দাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেও কল্যাণ;

            (০৪)    মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন/শেষকৃত্য অনুষ্ঠানে সরকারের প্রতিনিধির উপস্থিতি   নিশ্চিতকরণ, প্রয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান;

            (০৫)    মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম তদারকি;

            (০৬)    মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থানসমূহ চিহ্নিতকরণ ও সংরক্ষণে কার্যক্রম গ্রহণ; এবং

            (০৭)    মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে সহযোগিতাকরণ।

 

২৫.   সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল  :

            (০১)    জনস্বার্থে ভূমি, ভবণ, যানবহন ইত্যাদি অধিগ্রহণ ও হুকুম দখল সম্পর্কিত কার্যাদি সম্পাদনে  জেলা প্রশাসককে সহায়তা প্রদান;

            (০২)    অধিগ্রহণকৃত অথচ অব্যবহৃত ভূমি পুনঃগ্রহণ সংক্রান্ত কার্যাদি; এবং

            (০৩)    জনস্বার্থে হুকুম দখলকৃত সম্পত্তি অবমুক্তকরণ।


২৬.   সংবাদ এবং প্রকাশনা :

            (০১)    সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশের অনুমতি প্রদানে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন/  সুপারিশ  প্রেরণ;

            (০২)    প্রিন্টিং প

ডাউনলোড