ইতোপুর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কতৃক প্রকাশিত গেজেট,সাময়িক সনদধারী ও অনলাইনে আবেদনকারী / পূর্বেকার ৩১/১০/২০১৪ খ্রিঃ পর্যন্ত হাতে হতে/সরাসরি লিখিত আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রার্থীগনকে জানানো যাইতেছে যে, আগামী ১৮/০২/২০১৭ খ্রিঃ তারিখে রোজ-শনিবার , সকাল ১০.০০ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে যাচাই-বাচাই করা হবে।
উক্ত যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।